উদয় হয়েছে বর্ণচোরা আওয়ামী লীগের: আকরব হোসেন
৫ আগস্টের পর বর্ণচোরা আওয়ামী লীগ নামের একটি ক্ষুদ্র গোষ্ঠীর উদয় হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন আকবর হোসেন। তার স্ট্যাটাসটি নিচে দেওয়া হলো:
৫ অগাস্টের পরে একটা ক্ষুদ্র গোষ্ঠীর উদয় হয়েছে। এরা আসলে বর্ণচোরা আওয়ামী লীগ। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তারা লজ্জায় সেটা প্রকাশ করতে পারে না। এদের সংখ্যা ৫ পার্সেন্ট হবে। এজন্য তাদের নানা কমপ্লেইন। যেমন ধরেন..
ড্রেনের পানিতে ময়লা কেন? রাস্তায় কুকুর হিসু করে কেন? খাইলে খিদা লাগে না কেন? রাতে না ঘুমাইলে দিনে ঘুম আসে কেন? ইত্যাদি বিষয়! পুলিশ যখন গুলি করে দেদারসে মানুষ মারতো তখন তারা বলতো, ঠিকই আছে! এখন পুলিশ পানি মেরে ছত্রভঙ্গ করলেও তারা বলে - মানবাধিকার গেল গেল! এরা কখনো একেবারের জন্যও বলে নাই, বলবেও না - শেখ হাসিনার বিচার চাই। তাহলে বুঝে নিন তো এরা কারা? আমরা এই পোস্ট দেখার পরে তারা বলবে - আপনি তো প্রেস মিনিস্টার হইছেন। সেজন্য আপনি তো এসব বলবেন। তাদের কথায় মনে হয় - বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রেস মিনিস্টারের পদ সৃষ্টি হইছে!!
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার