পিকআপের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
লক্ষ্মীপুরের কমলনগরে পিকআপভ্যানের ধাক্কায় মনির হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার হাজিরহাট এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার পিয়ারাপুর বাজার থেকে কাঁচা তরকারি নিয়ে রামগতি যাচ্ছিলেন তিনি।
নিহত মনির রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে ও পেশায় কাঁচা তরকারি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, সদর উপজেলার পিয়ারপুর বাজার থেকে কাঁচা তরকারি কিনে পিকআপ ভ্যানে মনির রামগতির দিকে যাচ্ছিলেন। পথে হাজিরহাট এলাকায় পৌঁছলে অপর একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মনির মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মৃত্যু নিয়ে আমরা মামলার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু নিহতের পরিবার মামলা করবেন না। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চাচ্ছেন। এজন্য তারা জেলা প্রশাসকের কাছে আবেদন করবেন। মরদেহ থানায় রয়েছে।