আবার ঐন্দ্রিলা আহমেদ
মহানায়ক’খ্যাত প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা আহমেদ। মা ডেইজি আহমেদও ছোটপর্দার গুণী অভিনেত্রী। তবে বাবা-মায়ের পরিচয়ের বাইরেই ঐন্দ্রিলাও শোবিজে আলাদা একটা অবস্থান তৈরি করে নেন। অভিনয়ের পাশাপাশি সুনাম কুড়ান উপস্থাপনাতে। তবে বেশ কয়েক বছর ধরেই শোবিজ থেকে দূরে আছেন তিনি।
অবশেষে আড়াল ভাঙলেন ঐন্দ্রিলা। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে তার উপস্থাপনায় নতুন অনুষ্ঠান ‘ইফতারের রসুইঘর’। এর মধ্যদিয়ে দুই দশক পর আবার উপস্থাপনায় ফিরলেন এই অভিনেত্রী।
ঐন্দ্রিলার কথায়, ‘ছোটবেলায় বিটিভিতেই প্রথম উপস্থাপনা করেছি। এ চ্যালেনটির সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। বিভিন্ন বেসরকারি চ্যানেল রান্নার নানা অনুষ্ঠান উপস্থাপনা করলেও বিটিভিতে আর উপস্থাপনা করা হয়ে ওঠেনি। প্রায় দুই দশক পর বিটিভিতে উপস্থাপনা করছি। অনুষ্ঠানের আইডিয়াটা অসাধারণ। ভিন্ন আইডিয়ার অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়ে আর না করতে পারিনি। আয়োজনে এখানে একজন অতিথি থাকেন। তার সঙ্গে রান্না নিয়ে গল্প-আড্ডায় দারুণ সময় কেটে যায়।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অভিনয়ে আপনাকে খুব একটা দেখা যায় না এমন প্রশ্নের জবাবে ঐন্দ্রিলা বলেন, ‘করপোরেট চাকরি করে তারপর পরিবারকে সময় দিয়ে অভিনয়ের জন্য আলাদা সময় বের করা খুব মুশকিল। ইচ্ছা থাকলেও সেটা হয়ে ওঠে না। তাছাড়া যেসব গল্প বা চরিত্র আমার কাছে আসে, সেগুলো আমাকে খুব একটা টানে না। নাটক, সিনেমা ও ওটিটিতে কাজের প্রস্তাব তো নিয়মিতই পাই কিন্তু এমন কোনো গল্প বা চরিত্র এখনও পাইনি, যেটা দেখে মনে হবে যে কাজটা আমার করা উচিত। আর উপস্থাপনায় স্বাচ্ছন্দ্যবোধ করি, এ কারণে উপস্থাপনাকে প্রাধান্য দিচ্ছি।’
ঐন্দ্রিলা আহমেদের উপস্থাপনায় ‘ইফতারের রসুইঘর’ প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস, আফরোজা সুলতানা ও এল রুমা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট