বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে সাভারে আজ সোমবারও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। এদিন দাবি আদায়ে উলাইল স্টান্ডে অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রমজানে টানা দুই ঘণ্টার অবরোধে অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়েন দূরপাল্লার যাত্রীসহ কর্মস্থলমুখী অসংখ্য মানুষ।বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, চার মাসের বকেয়া বেতনের দাবিতে স্থানীয় প্রতীক গার্মেন্টস ও দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা সোয়েটার কারখানার শ্রমিকরা একযোগে মহাসড়কে নেমে এলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তাতে তারা সায় দেননি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। দ্রুততম সময়ে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে- আইনশৃঙ্খলা বাহিনীর এমন আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ ছেড়ে দেন শ্রমিকরা। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।