মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৫, ১১:৫৯
শেয়ার :
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়া থেকে জুলাই গণহত্যাসহ একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তিনি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশুলিয়া এলাকার চিহ্নিত মাদকসম্রাট বিল্লাল দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

জালাল উদ্দীন জানান, গতকাল রবিবার দুপুরে বিল্লালের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। তবে এদিন আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।