রহস্য উন্মোচন করবেন শুভশ্রী

বিনোদন সময় ডেস্ক
০৩ মার্চ ২০২৫, ০০:০০
শেয়ার :
রহস্য উন্মোচন করবেন শুভশ্রী

নতুন সিরিজে নতুন রূপে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। বিগত কয়েক বছর ধরে ছকবাঁধা নিয়ম ভেঙে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নিজেকে দর্শকদের সামনে বারবার তুলে ধরেছেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ অভিনয় করতে যাচ্ছেন। সিরিজে তাকে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

অদিতি রায় এটি পরিচালনা করবেন। মহিলা কারাগারে কারাবন্দিরা কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন, যেখানে কোনো পুরুষ প্রবেশের অনুমতি নেই। সেই রহস্য উন্মোচন করবেন অভিনেত্রী। আর এখানে রহস্য সমাধান করার জন্য তাকে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে।

কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ সদ্যই ত্রিশে পা রেখেছে। আর এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী ‘গল্পের পার্বণ ১৪৩২’-এ তারা একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ঘোষণা দেয়। তাদের এই কনটেন্টগুলোর মধ্যে একটি ‘অনুসন্ধান’।