গণ-ইফতারের আয়োজন ঢাবিতে

ঢাবি প্রতিবেদক
০৩ মার্চ ২০২৫, ০০:০০
শেয়ার :
গণ-ইফতারের আয়োজন ঢাবিতে

পবিত্র রমজানের প্রথম রোজাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণ-ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই ইফতারে বিশ্ববিদ্যালয়ের ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মাঠে এই ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারের আগে শিক্ষার্থীদের মধ্যে মেসওয়াক বিতরণ করা হয়।

ইফতারের পূর্বে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা হামদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন। এ ছাড়া, রোজার বরকত হাসিল এবং ২৪ বছরের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া করা হয়।

ইফতারের পূর্বে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, গত বছর সাস্টে ইফতারে বাধা দেওয়ার পর আমরা পায়রা চত্বরে গণ-ইফতার করেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে এই আয়োজন করা হয়েছে। আজকের ইফতারে আমাদের ধারণার চেয়েও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

ইফতারের আর্থিক বিষয় নিয়ে আবু বাকের বলেন, ইফতারের খরচ শুভাকাক্সক্ষী এবং গণচাঁদার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছেন, তারাও আমাদের এই উদ্যোগে আর্থিক সহায়তা করেছেন।

সংগঠনটির ঢাবির আহ্বায়ক আব্দুল কাদের বলেন, গত বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী আমাদের গণ-ইফতারে অংশ নিয়ে স্বৈরাচারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। আমরা চাই ইসলামফোবিয়ার বিস্তার না ঘটুক, বরং ইফতারের মাধ্যমে সম্প্রতির পরিবেশ বজায় থাকুক।