বকেয়া বেতনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক শ্রমিকরা।
দাবি আদা য়ে সন্ধ্যা সাতটা থেকে সড়কের উলাইল স্টান্ডে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। টানা তিন ঘন্টার অবরোধে অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সবার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম।
তিনি জানান, বকেয়া বেতনের দাবিতে স্থানীয় প্রতীক গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কে নেমে এলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেবার অনুরোধ জানালেও তারা সাড়া দেননি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেবার অনুরোধ জানানো হয়েছে। আশা করি তারা সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি আমলে নেবেন এবং মহাসড়ক ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সহযোগিতা করবেন।