এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধিদল যমুনায়

অনলাইন ডেস্ক
০২ মার্চ ২০২৫, ১৫:৪২
শেয়ার :
এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধিদল যমুনায়

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা গেছেন ননএমপিও শিক্ষকেরা। আজ রবিবার দুপুরে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল যমুনার অভিমুখে যাত্রা করেন। 

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আজ দুপুর পৌনে ১২টার দিকে প্রেসক্লাব থেকে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করেন নন-এমপিও শিক্ষকরা। পরে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হন। এরপর শিক্ষকদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যেতে চান। পরে পুলিশ তাদের মধ্য থেকে একটি প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে বলেন। এতে রাজি হয়ে নন-এমপিও শিক্ষকদের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশের সঙ্গে যমুনা অভিমুখে যাত্রা করেন। 

প্রতিনিধিদলের পক্ষ থেকে এক শিক্ষক বলেন, ‘আমাদের একটি প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলা হয়েছে। আমরা ৫ সদস্যের একটি প্রতিনিধিদল সেখানে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কোনো ধরনের উসকানিমূলক স্লোগান দেবেন না। আপনারা প্রেসক্লাবে ফিরে গিয়ে সেখানে অবস্থান করুন। আমরা আমাদের দাবি আদায়ে অনড় থাকব।’