রাজবাড়ীর আ.লীগ কার্যালয়ে তরমুজের হাট!
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয় এখন তরমুজের হাট। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকেই আওয়ামী লীগ অফিস জনশুন্য। হঠাৎ করেই পহেলা রমজান থেকে আওয়ামী লীগ অফিসে তরমুজ নামিয়ে পাইকারী বিক্রি করছেন ব্যবসায়ী।
আজ রবিবার দুপুর ১২ টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দেখা যায়, তরমুজ ফেলে রাখা হয়েছে। এ সময় বিভিন্ন পাইকারী ও খুচরা ক্রেতারা এসে তাদের পছন্দ মতো তরমুজ ক্রয় করে নিয়ে যাচ্ছেন। তরমুজ বিক্রি হচ্ছে ওজনে। যার যার পছন্দ মতো কেজি দরে নিয়ে যাচ্ছে।
তরমুজ ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, পহেলা রমজান। আওয়ামী লীগ অফিসে তরমুজ নামিয়ে ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এখানে খুচরা ও পাইকারী বিক্রি হচ্ছে। তরমুজ ক্রেতা মো. ইসলাম বলেন, আওয়ামী লীগ অফিসে সকাল থেকেই আমি একটি তরমুজ ক্রয় করেছি দেড় শত টাকায়। এখানে ৩০ টাকা কেজি হিসেবে তরমুজ বিক্রি করা হচ্ছে।
ভাই ভাই ফ্রুট ষ্টোরের মালিক আবুল কাসেম বলেন, ৩০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করা হচ্ছে। আর আওয়ামী লীগ অফিস ফাঁকা পড়ে থাকায় এখানে তরমুজ নামানো হয়েছে। এটা ২-৩ ঘন্টার ব্যাপার। এ জন্য এখানে নামানো হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, এ বিষয়ে সুস্পষ্ট কোন ব্যাখ্যা নেই। যদি কেজি হিসেবে ক্রয় করে, তাহলে কেজি হিসেবে বিক্রি করবেন। আর যদি পিস হিসেবে ক্রয় করেন, তাহলে পিস হিসেবে বিক্রি করবেন। ক্রেতা-বিক্রেতারা তাদের স্বাচ্ছন্দ অনুযায়ী ক্রয়-বিক্রয় করতে পারবেন।