অবশেষে পূরণ হলো নিলয়ের স্বপ্ন

বিনোদন প্রতিবেদক
০২ মার্চ ২০২৫, ১২:১১
শেয়ার :
অবশেষে পূরণ হলো নিলয়ের স্বপ্ন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। পশুপ্রেমী হিসেবেও বেশ খ্যাতি রয়েছে তার। কিছুদিন আগেই সেন্টমার্টিনের ক্ষুধার্ত কুকুরের জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন এই অভিনেতা। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। আবার প্রায়ই দেখা যায়, নিলয় নিজ উদ্যোগে কুকুর-বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা করে থাকেন। পশু নিয়ে বহু নাটকও করেছেন এই অভিনেতা।

সে ধারাবাহিকতায় এবার তিনি হাতি নিয়ে একটি নাটকে অভিনয় করলেন। নাম ‘নিহারকলি’। এটি রচনা করেছেন সেজান নূর। নির্মাণ করেছেন ফজলুল হক। নাটকে নিলয়ের জুটি জান্নাতুল সুমাইয়া হিমি। এরই মধ্যে রাজধানীর পূবাইলে একটি শুটিংবাড়িতে ও তার আশপাশের এলাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

নিলয় আলমগীর বলেন, ‘হাতি নিয়ে কাজ করা আমার অনেক দিনের স্বপ্ন। ঠিক তেমনি পরিচালকেরও। হাতি নিয়ে কাজ করা অনেক কঠিন। কারণ এটিকে মেইনটেইন করা, আমাদের আবেগের সঙ্গে তার আবেগ রিলেট করে কাজ করা খুব কঠিন। কিছুদিন আগে একটি হাতি নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। পরে বন ও পরিবেশ মন্ত্রণালয় হাতিটিকে উদ্ধার করে। সে আদলেরই একটি গল্প নিয়ে “নিহারকলি” নাটকটি নির্মিত হয়েছে। আমি মাহুত চরিত্রে অভিনয় করেছি। মূলত আমরা হাতির কষ্টটাকে দেখানোর চেষ্টা করেছি। এটা আমাদের ড্রিম প্রজেক্ট। তাই নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়ে আমরা কাজটি করেছি। আমার বিশ্বাস, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এই হাতির বয়স যখন কম তখন তাকে দিয়ে নানাভাবে অর্থ আয় করে একটি পরিবার চলে এবং তারও খাবারের ব্যবস্থা হয়। কিন্তু যখন সেই হাতিটির বয়স হয়ে যায়, তখন তাকে দিয়ে অর্থ আয়ের সুযোগ কমে যায়। পরিবারটি অর্থের প্রবল সংকটে পড়ে, হাতিরও খাবারের জোগান কমে যায়। ফলে পরিবারটি নানা বিপর্যয়ের মুখোমুখি হয়।’

নির্মাতা ফজলুল হক বলেন, ‘নিলয় ভাই, জর্জ ভাই, হিমিসহ প্রোডাকশনের সবাই খুব পরিশ্রম করেছেন। হাতির সঙ্গে কাজ করতে গিয়ে কয়েকটি দৃশ্যে আবেগেই কেঁদে ফেলেছেন। নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আগামী ঈদে “নিহারকলি” প্রচার হবে বাংলাভিশনে। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।’