পল্টনে তৃণমূল প্রান্তিক মানুষের হাতে ইফতার সামগ্রী বিতরণ বিএনপির

অনলাইন ডেস্ক
০২ মার্চ ২০২৫, ০৮:৫৮
শেয়ার :
পল্টনে তৃণমূল প্রান্তিক মানুষের হাতে ইফতার সামগ্রী বিতরণ বিএনপির

তৃণমূল প্রান্তিক মানুষের হাতে ইফতার ও সাহরি সামগ্রী তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তৃণমূল প্রান্তিক মানুষের হাতে ইফতার ও সাহরি সামগ্রী তুলে দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। 

গতকাল শনিবার রাতে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অঞ্চলে চলে এই কার্যক্রম।এ সময় ভাসমান ও নিম্ন আয়ের মানুষের চাল, ডাল, তেল, পেঁয়াজ, বেসন, মুড়িসহ অন্যান্য খাদ্যসামগ্রী হাতে তুলে দেওয়া হয়।

পবিত্র রমজানে তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন চলমান থাকবে বলেও জানান হাবিব উন নবী খান সোহেল। এ সময় বিপন্ন এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান তিনি। 

এ ছাড়া দলটির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন দলটির যুগ্ম মহাসচিব। 

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সদস্য রাশেদ উল হক সরকারসহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।