দুবাইতে আজ গ্রুপসেরার লড়াই

ক্রীড়া ডেস্ক
০২ মার্চ ২০২৫, ০০:০০
শেয়ার :
দুবাইতে আজ গ্রুপসেরার লড়াই

‘এ’ গ্রুপের রোমাঞ্চ শেষ হয়েছে আগেই। এক ম্যাচ বাকি থাকতেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলের বিদায়ে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় ভারত ও নিউজিল্যান্ডের। আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দল দুটি। তাদের লড়াইটা গ্রুপসেরা হওয়ার।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটের জয়। সহজ জয়ে শেষ চারের টিকিট কেটেছে ভারতও। নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের ৬ উইকেটে হারায় রোহিত শর্মার দল। পাকিস্তানের বিপক্ষেও জয়টা একই ব্যবধানে।

ওয়ানডে সংস্করণে মোট ১১৮ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। যেখানে ভারতের জয় ৬০টি; নিউজিল্যান্ডের জয় ১০টি কম। বাকি ৮টি ম্যাচ অমীমাংসিত ছিল। এর মধ্যে ৭টি হয়েছে পরিত্যক্ত। গ্রুপপর্বের যে ম্যাচে ভারতের একাদশে বদল আসতে পারে বলে গুঞ্জন আছে। এ নিয়ে দলটির উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল বলেছেন, ‘এ ধরনের ম্যাচে কিছু বদলের চিন্তা-ভাবনা থাকে টিম ম্যানেজমেন্টের। যারা খেলেনি তাদের একটা সুযোগ দেওয়ার পরিকল্পনা থাকে। আমাদের মূল লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা।’

জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ডও। গতকাল সংবাদ সম্মেলনে কিউই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল বলেছেন, ‘একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। আমরা এটি নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের লক্ষ্য সেমিফাইনালের আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নেওয়া। পাশাপাশি জয়ের ধারায় থেকেই সেমিতে খেলতে নামতে চাই।’

আরও পড়ুন:

বিপাকে আলভেস