টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদক-টাকাসহ গ্রেপ্তার ৬০

টঙ্গী প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ২৩:৩৩
শেয়ার :
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদক-টাকাসহ গ্রেপ্তার ৬০

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনী অভিযানে প্রায় ৬০ জনকে আটকের খবর পাওয়া গেছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন গাজীপুর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম। তিনি জানান, টঙ্গী মাজার বস্তিতে বিশেষ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় টঙ্গীর মাজার বস্তি থেকে প্রায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা এলাকার চিহ্নিত ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো রমজান মাসজুড়ে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

উল্লেখ্য গাজীপুরে ৩৩টি বস্তির মধ্যে ২১টি টঙ্গীতে অবস্থিত। এরমধ্যে টঙ্গী মাজার বস্তিকে দুষ্কৃতিকারীদের হটস্পট বলে পরিচিত। এখানে দিনে ও রাতে প্রকাশ্যে চলে মাদক কেনাবেচা, সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা এখানে আত্ম গোপনে থেকে সন্ত্রাসী মাদককারবার পরিচালনা করে।

টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারদের থানায় নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।