নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, আনসার ভিডিপি সদস্য আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি সীমান্ত পয়েন্টে, মিয়ানমারের কিছুটা ভেতরে স্থল মাইন বিস্ফোরণে মো. নবী হোসেন (৪৮) নামে একজন আনসার ভিডিপি সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৫টার দিকে নিকুছড়ি সীমান্ত পার হয়ে মিয়ানমারের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় এই ঘটনা ঘটে।
আহত আনসার সদস্য নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হামিদিয়া পাড়ার মৃত শফিকুল রহমানের ছেলে। আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, নবী হোসেন মিয়ানমারের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় মিয়ানমারের সীমান্ত এলাকার বর্তমানে নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী আরকান আর্মির আগে থেকে পুতে রাখা স্থল মাইনের উপর পা পড়ে। এসময় বিস্ফোরণ হয়ে নবী হোসেনের বাম পায়ের নিচের কিছু অংশ উড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং আহত নবী হোসেনকে উন্নত চিকিৎসার জন্য তার স্বজনেরা কক্সবাজার নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক জানান, সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে একজন আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে সেখানে কি জন্য গিয়েছে তা এখনো জানা যায়নি।