কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ২৩
সরকারি বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের সংঘাতে উত্তপ্ত কঙ্গোতে আবারও হামলা হয়েছে। সম্প্রতি দেশটির উত্তর-পূর্বাঞ্চলে চালানো এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া ২০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত ৩০ বছর ধরে নানা সংঘাতের কারণে জর্জরিত দেশটির উত্তর-পূর্বাঞ্চল। সপ্তাহখানেকের চেষ্টায় অঞ্চলটি এখন এম২৩ এবং এর রুয়ান্ডার মিত্ররা দখলে নিয়েছে। এর আগে গত মাসের শেষের দিকে উত্তর কিভুর রাজধানী এবং দেশের পূর্বাঞ্চলের প্রধান শহর গোমা দখল করে তারা। তার মাত্র এক সপ্তাহ আগে এম২৩ যোদ্ধারা দক্ষিণ কিভু প্রাদেশিক রাজধানী বুকাভুর নিয়ন্ত্রণ নিয়েছিল।
এবার উগান্ডার সীমান্তবর্তী ইতুরি প্রদেশে জঙ্গিগোষ্ঠী আইএসের সংশ্লিষ্ট এডিএফ হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মাম্বাসা অঞ্চলের সমাজ সংস্থার সমন্বয়কারী জোসপিন পালুকু বলেছেন, মাতালো এবং সাম্বোকো গ্রামে বিদ্রোহীদের হামলায় ২৩ জন নিহত হয়েছে। তিনি বলেন, গ্রাম্যপ্রধান মাতোলোর ছেলেসহ কমপক্ষে ২০ জনকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই মাঠে কাজ করা কৃষক। মানবিক বেশ কিছু সংস্থাও নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস