একমাসে অর্ধশত হারানো মোবাইল ফোন উদ্ধার আরএমপি’র

রাজশাহী ব্যুরো
০১ মার্চ ২০২৫, ২০:১৪
শেয়ার :
একমাসে অর্ধশত হারানো মোবাইল ফোন উদ্ধার আরএমপি’র

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার করা ৪৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মালিকদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নিরলসভাবে কাজ করছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এটি জনগণের প্রতি পুলিশের দায়বদ্ধতারই একটি দৃষ্টান্ত।


মালিকরা তাদের মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান ও উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরী ও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়েছিল। এসব জিডির তথ্য বিশ্লেষণ করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে। ফেব্রুয়ারি মাসে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ও আরএমপির ১২ থানা মিলে মোট ১০৩ টি মোবাইল ফোন উদ্ধার করেছে।