আল-আকসায় অনুষ্ঠিত হলো তারাবিহর নামাজ

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৫, ১৯:৫১
শেয়ার :
আল-আকসায় অনুষ্ঠিত হলো তারাবিহর নামাজ

ইসলামের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে এই বছরের রমজানের প্রথম তারাবিহ’র নামাজ। ইসরায়েলি বাহিনীর আরোপিত বিধিনিষেধ ও গুলির ভয় উপেক্ষা করে রমজান মাসের প্রথম রাতে মনিবার আল-আকসা মসজিদে তারাবীহর নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা। তবে তারপরও ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে সেখানে নিয়মিত নামাজ আদায় করতে পারেন না ফিলিস্তিনিরা। পূর্ব জেরুজালেমে অবস্থিত মসজিদটি দখল করে রেখেছে ইসরায়েল। পবিত্র রমজান মাসেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে তারা। তবে সব উপেক্ষা করে তারবাহীর নামাজ আদায় করতে জড়ো হন সাধারণ মুসলিম। 

সংবাদমাধ্যম প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী শিশুদের হয়রানি ও ভয় দেখাচ্ছে। তাদের অবমাননাকর তল্লাশি চালাচ্ছে এবং শত শত মানুষকে নামাজের জন্য মসজিদে যেতে বাধা দিচ্ছে। বিশেষ করে ইসরায়েল ৫৫ বছরের কম বয়সী পুরুষ, ৫০ বছরের কম বয়সী নারী এবং ১০ বছরের বেশি বয়সী শিশুদের উপর আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করার পর কঠোর হয় ইসরায়িল বাহিনী।

গত বছর গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালে আল-আকসায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসরায়েল। এখন গাজায় যুদ্ধবিরতি চলছে। তাই আশা করা হচ্ছিল পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের সেখানে প্রবেশে শিথিলতা থাকবে। তবে ইসরায়েল আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।