সাঁথিয়ায় ডাকাতির ঘটনাটি সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ হয়েছে: ওসি

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৫, ১৭:১১
শেয়ার :
সাঁথিয়ায় ডাকাতির ঘটনাটি সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ হয়েছে: ওসি

পাবনার সাঁথিয়ায় গভীর রাতে সড়কে ডাকাতির ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে অতিরঞ্জিতভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুর রহমান। আজ শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি দাবি করেন তিনি।   

ওসি মোহাম্মদ সাইদুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে সাঁথিয়া থানার করমজা ইউনিয়নের তলট বাজারের ৫০০ গজ পশ্চিমে সাঁথিয়া টু বেড়া রাস্তার ওপর গাছ কেটে ফেলে চলাচল বন্ধ করে একটি গাড়িতে ডাকাতি করা হয়। সাদা রঙের ওই হাইস গাড়িতে (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো- চ-৫৩-৯৯১৯) পাঁচ যাত্রী ছিলেন। তারা হলেন মির্জাপুরের মো. রঞ্জু প্রামানিকের ছেলে প্রবাসী মো. শরিফুল ইসলাম (৩৬), নাজিরপুরের সিজ্জান খাঁর ছেলে প্রবাসী মো. উজ্জল হোসেন (৩৮), তাদের স্বজন টেবুনিয়ার শাহীন (৩৬), মির্জাপুরের মো. বিদ্যুৎ (৩৯) ও ঈশ্বরদীর আব্দুল মান্নানের ছেলে মো. সুমন আলী (৪০)। 

ওসি আরও জানান, দেশীয় ধারাল অস্ত্রের মুখে ওই পাঁচজনকে জিম্মি করে ৯০ গ্রাম স্বর্ণ (৭ ভরি ১৪ আনা), যার মূল্য ১১ লাখ ২০ হাজার; ৬০ হাজার টাকা দামের একটি ল্যাপটপ, ৪০ হাজার টাকার একটি আইপ্যাড, ছোট ল্যাগেজ একটি, ৪০ হাজার টাকার ডায়মন্ডের একটি নাকফুল, বৈদেশিক মুদ্রা ৫০২ দিনার (বাংলাদেশি ১ লাখ ৯৭ হাজার টাকা) লুট করা হয়। সব মিলিয়ে তাদের খোয়া যায় ১৫ লাখ ৭ হাজার টাকা।

ওসি জানান, এ ছাড়া অজ্ঞাতনামা এক সিএনজি চালকের কাছ থেকে একটি মোবাইল ফোন, সাঁথিয়ার পারগোপালপুরের মো. আব্দুল মমিনের ছেলে মোটরসাইকেলচালক মো. ইমরানের (২৫) কাছ থেকে একটি রেডমি মোবাইল ফোন অজ্ঞাতনামা ৭-৮ জনের একটি ডাকাতদলের সদস্যরা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।