উত্তরাখণ্ডে তুষারধস, ৪ জনের মৃত্যু
ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এখনও আটকা পড়ে আছে বেশ কয়েকজন। ৪৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে একজন পরে মারা যান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ৮ ইঞ্চি পুরু বরফ সরিয়ে পুরোদমে চলছে উদ্ধার কাজ। আটকে পড়া প্রায় সবাইকেই উদ্ধার করা হয়েছে। তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও ধসে আটকে রয়েছে কয়েকজন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মানা গ্রাম ও মানা পাসের মধ্যবর্তী অঞ্চল থেকে প্রায় ৬৫ জন উদ্ধারকর্মী গভীর তুষারের মধ্যে রাতভর উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। প্রবল তুষারঝড় এবং ঝাপসা পরিবেশের কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে। আরও তুষারধস হতে পারে এমন পূর্বাভাস থাকায় নিখোঁজদের উদ্ধারের জন্য তৎপরতা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো সাত জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যে উদ্ধারকৃত শ্রমিকদের মানা এলাকায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস