বিদেশি সহায়তা পাওয়ার অভিযোগের বিষয়ে যা বললেন সুজন সম্পাদক

অনলাইন ডেস্ক
০১ মার্চ ২০২৫, ১৬:১৯
শেয়ার :
বিদেশি সহায়তা পাওয়ার অভিযোগের বিষয়ে যা বললেন সুজন সম্পাদক

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশি একটি প্রতিষ্ঠান, যেখানে মাত্র দুজন কাজ করেন, তারা যুক্তরাষ্ট্র থেকে ২৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পেয়েছেন। ট্রাম্পের এ বক্তব্যের পর অনেকেই এ অনুদানপ্রাপ্ত হিসেবে নানা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন। কেউ কেউ উল্লেখ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নামও। তবে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বিষয়টিকে মিথ্যাচার হিসেবে অভিহিত করেছেন।

আজ শনিবার ‘অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ’-এর দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন ফান্ডের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সুজন সম্পাদক বলেছেন, ‘সুজন কোনো নিবন্ধিত সংগঠন নয়, সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না। সুজন পরিচালিত হয় ব্যক্তি সহায়তায়। এটি কোনো নিবন্ধিত সংগঠন নয় যে, তারা এভাবে বিদেশ থেকে কারও টাকা নিতে পারে। সুতরাং এটা ফেইক নিউজ নয়, ডিপ ফেইক নিউজ। এর মধ্যে কোনো সত্যতা নেই। স্বৈরাচারের দোসররা আমাদের বিতর্কিত করার জন্য এসব করছে। এর মধ্যে সামান্যতম সত্যতা নেই।’

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের সংস্কারগুলো করা দরকার। যাতে রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তমুক্ত হয়। আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, আমরা এগুলো নিয়ে রাজনৈতিক দলের মতামত নেওয়ার চেষ্টা করছি। আমরা মনে করি যে, এই সংস্কারগুলো দ্রুত হওয়া দরকার, যাতে দ্রুত একটা নির্বাচন হতে পারে। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে পুনরায় স্বৈরাচারীরা পুনরুত্থান করতে পারে। আমরা কোনোভাবেই এটা চাই না।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সবার দাবি, এটা (আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি) হওয়া প্রয়োজন। দ্রব্যমূল্য অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে। এগুলো নিয়ে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আমরা যে সুপারিশ দিয়েছি, এগুলো যেন জনগণের কাছে পৌঁছায় এবং জনগণ যাতে উপলব্ধি করতে পারে যে—  এই সংস্কার হওয়া জরুরি, যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হয়।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা জেলা কমিটির সভাপতি মুসবাহ আলীম, সুজন জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন, সুজন ঢাকা জেলা কমিটির সহসভাপতি রাশিদা আক্তার শেলী, সুজন ঢাকা মহানগর কমিটির সহসভাপতি ক্যামেলিয়া চৌধুরী, সুজন ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুল হক, সাধারণ সম্পাদক জুবাইরুল হক নাহিদ প্রমুখ।