বিব্রত রিফাত রশিদ /
‘আমি কোনো প্রকার সমকামিতাকে সমর্থন করি না’
এনসিপির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ। সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি গতকাল শুক্রবার ঘোষণা করা হয়েছে। নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ১৫১টি পদের ওই কমিটিতে জায়গা পেয়েছেন মুনতাসির মামুন নামের একজন। তার বিরুদ্ধে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে- যা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
কমিটির যুগ্ম সদস্যসচিব মুনতাসির রহমানের এলজিবিটিকিউ সমর্থনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।
আজ শনিবার সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে রিফাত রশিদ বলেন, ‘একজন মুসলিম হিসেবে এলজিবিটিকিউ বা গে কমিউনিটিকে নৈতিক জায়গা থেকে আমি সমর্থন করি না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি লিখেছেন, ‘মুনতাসীর রহমান জুলাই অভ্যুত্থানকালে আমাদের যোগাযোগ মেইনটেইন করার জন্য অনেক বেশি সাহায্য করেছিলেন। কুয়েত মৈত্রী হাসপাতালে আমরা আটকা পরার পর সেখান থেকে আমাদের উদ্ধার করতে মুনতাসির রহমান আমাদের হেল্প করেন এবং এর পরবর্তীতেও জুলাইয়ের আন্দোলন চলাকালে উনি আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন। সেইসূত্রে তাকে আমরা হিউম্যান রাইটস এক্টিভিস্ট হিসেবেই জানতাম।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
‘কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু ছবি ছড়িয়ে পরেছে যা দেখে জানতে পারলাম তিনি এলজিবিটিকিউ এর সঙ্গে জড়িত’, লেখেন রিফাত রশিদ। তিনি বলেন, ‘ব্যাপারটা বেশ বিব্রত করেছে আমাকে। আমি আবারও আমার এথিক্যাল পজিশন স্পষ্ট করছি যে আমি কোনো প্রকার সমকামিতাকে সমর্থন করি না।’
এদিকে ভুল স্বীকার করে নতুন রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করেছেন দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। পৃথক স্ট্যাটাসে তারা এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।