রাখাইনে ফের গুলির শব্দ, কাঁপছে বাড়িঘর
নাফ নদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও গুলির শব্দে এপারে কাঁপছে বাড়িঘর। সীমান্তের ওপারে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় এসব গুলির শব্দ শোনা যায়। তবে গোলাগুলির এসব ঘটনা জান্তা সমর্থিত বাহিনী ও আরাকান আর্মির মধ্যকার কিনা নিশ্চিত করা যায়নি।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নাফ নদ সীমান্তে বসবাসকারী , পৌর এলাকা, শাহপরীর দ্বীপ, নোয়াপাড়া, সাবরাং থেকে পরপর দুটি গোলার শব্দ শুনতে পান এপারের বাসিন্দারা।
এর আগে গত ৫ ডিসেম্বর সবশেষ রাখাইনে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল সীমান্তের এপারে।
নাফ নদ সীমান্তের বসবাসকারী মোহাম্মদ তারেক বলেন, ‘প্রায় তিন মাস রাখাইনে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে শুক্রবার রাতে নতুন করে আবারও বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙেছে।’
টেকনাফ পৌর এলাকার চৌধুরী পাড়ার বাসিন্দা মো. ইসলাম বলেন, ‘রাতে হঠাৎ করে বাড়িঘর কেঁপে ওঠে। মনে করেছি ভূমিকম্প হয়েছে। পরে বুঝতে পেরেছি, এটি মিয়ানমারে সংঘটিত বোমা হামলা।’
এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ঘটনার পরপরই বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে সীমান্তে টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।