ঢাকাকে টপকে বায়ুদূষণে শীর্ষে বেইজিং
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষ স্থানে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৩০৪ স্কোর নিয়ে বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় ছিল শহরটি। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
একই সময়ে ২২২ একিউআই স্কোর নিয়ে দূষণের দ্বিতীয় শীর্ষ স্থানে ছিল চীনের বেইজিং শহর। তবে সকাল ১০টায় অবস্থান পরিবর্তন হয়েছে। ঢাকাকে টপকে শীর্ষে উঠে এসেছে বেইজিং। এ সময়ে শহরটির স্কোর ছিল ২৪৮। একই সঙ্গে ঢাকার স্কোর ছিল ২২৫। মেগাসিটি ঢাকার অবস্থান এ সময়ে ছিল দ্বিতীয়।
সকাল ১০টায় তৃতীয় স্থানে ছিল উজবেকিস্তানের তাসখন্দ, এ শহরের স্কোর ছিল ১৯৪। একিউআইয়ের স্কোর অনুযায়ী এ শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
উল্লেখ্য, বায়ুদূষণ থেকে নিরাপদে থাকতে বাইরে শরীরচর্চা এড়িয়ে চলতে বলেছে আইকিউএয়ার। এছাড়া ঘরের দরজা, জানালা বন্ধ রাখতে ও ঘরের বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি।