আলোচনায় তানজিকা

বিনোদন সময় প্রতিবেদক
০১ মার্চ ২০২৫, ০০:০০
শেয়ার :
আলোচনায় তানজিকা

“চার বছর আগে মাছরাঙা টেলিভিশনে ‘অনলাইন অফলাইন’ নাটকটি প্রচার হয়েছিল। এতে আমার অভিনীত রুমা ভাবি চরিত্রটি এখনও দর্শক মনে রেখেছেন। ভালো কাজ দর্শক সব সময়ই মনে রাখেন। দর্শকের চাহিদার কারণে এবার এ ধারাবাহিকের সিজন ২ পর্দায় এনেছেন নির্মাতা। এটি মূলত একটি ট্রেন্ডি প্রোডাকশন। গল্পে অনেক টুইস্ট আছে। প্রথম সিজনের মতো এ সিজনেও দর্শক আনন্দ পাবেন বলে আশা প্রকাশ করছি।”

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘অনলাইন, অফলাইন-সিজন টু’ নিয়ে কথাগুলো বলছিলেন তানজিকা আমিন। এটি তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

নাটক ছাড়াও ওয়েব সিরিজ ও সিনেমায় কাজ করেছেন তানজিকা আমিন। তার প্রথম সিনেমা ‘বকুল ফুলের মালা’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রিয়াজ। বড় পর্দায় আবার কবে দেখা যাবে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা আগেভাগেই বলতে পারছি না। ছোট পর্দা, বড় পর্দা যেটাই হোক- আমি সেই কাজটি করতে চাই, যা নিজের ভালো লাগবে। কাজের সংখ্যা বাড়ানোর জন্য মনের ওপর জোর খাটিয়ে প্রতিদিন অভিনয় করে যেতে হবে, এটা আমি মানি না। খেয়াল করলে দেখবেন, অন্য সবার চেয়ে আমার কাজের সংখ্যা অনেক কম। অনেক যাচাই-বাছাই করে কাজ করি বলে আমার কাজের সংখ্যা কম, তা কিন্তু নয়। আসলে যে কাজটি ভালো লাগে, সেটিই করি। ভালো কাজ যেহেতু প্রতিদিন হয় না, আমাকেও তাই প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়াতে হয় না।’