জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্বে জায়গা পেলেন যারা

অনলাইন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০
শেয়ার :
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্বে জায়গা পেলেন যারা

দেশে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেন জুলাই আন্দোলনে শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম।

তিনি দলের নাম ঘোষণার পাশাপাশি দলটির আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন।

এরপর আখতার বক্তব্য দিতে মঞ্চে ওঠেন। তিনি শুরুতে দলে জায়গা পাওয়াদের নাম ঘোষণা করেন।

জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে ডা. তাসনিম জারা ও নাহিদা সরোয়ার নিবা, প্রধান সমন্বয়কারী পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে সারজিস আলমের নাম ঘোষণা করেন আখতার হোসেন।

May be an image of 10 people and text that says 'জাতীয় নাগরিক পাটির চুড়ান্ত কমিটি National Citizen Party (NCP) নাহিদ নহহিদইসলাম ইসলাম আহ্বায়ক আখতার হোসেন সদস্য সচিব সারজিস আলম মুখ্য সংগঠক,উস্তরাঞ্চল সংগঠক, হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংপঠিক,দক্ষশাধচল সংগঠক, নাশীরু্দীন পাটোয়ারী মুখ্য সমম্বয়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্ধুল হাঙ্মান মাসউদ যুগ্ন মুখ্য সমন্বয়ক তাসনিম জারা সিনিয়র যুগ্ন সদস্য সচিব নাহিদা সারওয়ার নিবা সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদীব সিনিয়র যুগ্থ আহ্বায়ক'

আজ বিকেল সোয়া ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীতে গলা মেলান। পরে জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর শীর্ষ নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। একে একে দলের প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের অন্যতম নুসরাত তাবাসসুম প্রমুখ বক্তব্য দেন। এরপর দল ঘোষণার পর বক্তব্য দেন আখতার হোসেন। সবশেষে নাহিদ ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।