জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শীর্ষ নেতারা

অনলাইন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০
শেয়ার :
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শীর্ষ নেতারা

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দলটির শীর্ষ নেতারা। এ ছাড়া জুলাই শহিদ পরিবারের সদস্যসহ অন্যান্যরাও বক্তব্য দিচ্ছেন।

আজ শুক্রবার বিকেল সোয়া ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীতে গলা মেলান। পরে জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর শীর্ষ নেতারা বক্তব্য দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে দলের প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের অন্যতম নুসরাত তাবাসসুম বক্তব্য দিয়েছেন।