শ্রীপুরে জমি দখল, কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২
শেয়ার :
শ্রীপুরে জমি দখল, কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

গাজীপুরের শ্রীপুরে কোটি টাকার জমি জবরদখল করে কিশোর গ্যাং দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার সকালে উপজেলার কেওয়া দক্ষিন খন্ড গ্রামে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী হলেন একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হাজী মো. বাবুল মিয়া(৫৫) ও হাজী মো. এমদাদ হোসেন(৫০)। আর অভিযুক্তরা হলেন একই গ্রামের ইসমাইল (৫০), মোহাম্মদ আলী (৬০) ও রাকিব (২৬)। 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক কোটি টাকা মূল্যের ১২.২৫ শতাংশ জমির মালিক ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আবু তালেব, আইয়ুব আলী ও চার মেয়ে। জমির মালিকরা ৫০ থেকে ৬০ বছর আগ থেকেই চট্রগ্রামসহ অন্যত্র স্থায়ীভাবে বসবাস করছেন। 

বাবুল মিয়া ও এমদাদ হোসেন জানান, জমরি মালিক আমাদের চাচাতো ভাই বোন। তারা দীর্ঘ সময় ধরে অন্যত্র স্থায়ীভাবে বসবাস করছেন। আমরা এ জমির তত্বাবধান করি। হঠাৎ অভিযুক্তরা জমি দখলের পায়তারা করতে শুরু করেন। এক পর্যায়ে গত সোমবার রাতে ইসমাইল গং ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওই জমি জবর দখল করে একটি ছাপড়া ঘর নির্মাণ করেন। আমরা বিষয়টি জমির মালিককে জানাই। এরপর শুক্রবার সকাল নয়টার দিকে ইসমাইলের জামাতা রাকিব কিশোর গ্যাং নিয়ে ওই জমিতে মহড়া দেন। কিশোর গ্যাং সদস্যরা চার পাশে অবস্থান করে। এ সময় এমদাদের স্ত্রী জাহানারা এগিয়ে গেলে রাকিবের লোকজন তাকে মারধর করতে উদ্ধত হন। জাহানার দৌড়ে আত্মরক্ষা করেন। 

এ বিষয়ে বক্তব্য জানতে ইসমাইলকে মোবাইলে ফোন করলে তিনি জমি জবর দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বাবা বহু পূর্বে এই জমি কিনেছিল। আমরা দীর্ঘদিন পর আমাদের জমি দখল করেছি। কাগজে মালিকানা না টিকলে ছেড়ে দিব।’ 

শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।