সংস্কার-স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন দিন: গোলাম পরওয়ার

রাজবাড়ী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২
শেয়ার :
সংস্কার-স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন দিন: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া ৩টি। সংস্কার, স্থানীয় নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। আমরা চাই না ক্ষমতায় গিয়ে নিজেদের লোকদের লুটপাটের জন্য স্থানীয় সরকারের বসাতে। সংস্কার করে দ্রুত স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন আয়োজনের।’

আজ শুক্রবার দীর্ঘ ২২ বছর পর সকালে রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, ফরিদপুর অঞ্চল পরিচালক ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলিমুজ্জামান, কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য জামাল উদ্দীন, নায়েবে আমির হাসমত আলী হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এদিন সকাল থেকেই জেলার ৫টি উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ রেলওয়ে মাঠে জড়ো হন। সকাল ৯টা থেকে শুরু হয় সম্মেলন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জেলে রেখে ও পরিকল্পিতভাবে হত্যা করেছে। ৫ আগস্টে পরিবার পরিজন নিয়ে ভারতে বসে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। একের পর এক ক্যু করে অন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী তার সকল ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে আছে এবং থাকবে। দেশে লুটপাট করছে কারা, জামায়াতে ইসলামী কোনো লুটপাট, দখলদারীর সঙ্গে জড়িত নাই। আবার স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিলে স্বৈরাচারের মন্ত্রী-এমপিদের মতো বেগমপাড়ার সৃষ্টি হবে। এ কারণে আল্লাহর আইন মেনে আমরা দেশ পরিচালনা করতে চাই। আমাদের সকল নেতাকর্মীদের মুক্তি চাই।’