২২ বছর পর রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
দীর্ঘ ২২ বছর পর রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা। এরই মধ্যে শহরের ঐতিহ্যবাহি বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি (রেলওয়ে মাঠে) তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, ফরিদপুর অঞ্চল পরিচালক ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর রাজবাড়ীতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে কমপক্ষে ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। সম্মেলনে স্থানীয় ও জাতীয় নির্বাচন এবং এদেশের চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ন বার্তা দেবেন কেন্দ্রীয় নেতারা।