জন্মদিনের অনুষ্ঠান দেরিতে করায় বন্ধুকে মারধর
কুমিল্লার নাঙ্গলকোটে মোহাম্মদ আলী রাফি নামের এক যুবকের জন্মদিনের অনুষ্ঠান দেরিতে করায় মারধর ও তার দোকান লুটপাটের অভিযোগ উঠেছে বন্ধুদের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বক্সগঞ্জ বাজারে হাজারি স্টোরে এই ঘটনা ঘটে।
রাফি উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নারায়ন ভাতুয়া গ্রামের হাজারি বাড়রী জসিম হাজারীর ছেলে ও বক্সগঞ্জ বাজারের ব্যবসায়ী। রাফির অভিযুক্ত বন্ধুরা হলেন হুমায়ুন বাবু ও ফরিদ হোসেন। তারা একই গ্রামের কারী বাড়ির মীর কাসেমের ছেলে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে রাফির জন্মদিন অনুষ্ঠান করার কথা। বাবু ও ফরিদ দুই ভাই রাত ৮টার দিকে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়। রাফি মোবাইলে তাদের জানায় ২ ঘণ্টা পরে অনুষ্ঠান আরম্ভ করা হবে। পরে বাবু ও ফরিদ রাগ হয়ে অনুষ্ঠান থেকে চলে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু ও ফরিদ বক্সগঞ্জ বাজারে এসে রাফির দোকানে প্রবেশ করে মারধর ও দোকান লুটপাট করে।
ভুক্তভোগী মোহাম্মদ আলী রাফি বলেন, ‘বাবু ও ফরিদ তার দোকানে এসে তাকে মারধর করে এবং দোকানের ক্যাশে থাকা নগদ কয়েক লাখ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়।’
রাফির বাবা জসিম হাজারি বলেন, ‘ছেলেকে মারধর করে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। ছেলে এখন হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
অভিযুক্ত বাবু ও ফরিদকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তাদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পরে অভিযুক্তদের বাবা মীর কাসেম বলেন, অন্যদের মাধ্যমে এ বিষয়ে জেনেছি, ছেলেদের সাথে তার যোগাযোগ হয়নি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’