আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ সদস্য প্রত্যাহার
আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ইন্দুরকানী থানার ৩ পুলিশ কর্মকর্তা ও ২ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে দায়িত্ব অবহেলার অভিযোগে তাদেরকে প্রত্যাহার করে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা হলেন, উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলমগীর হোসেন, এএসআই মো. রুহুল আমিন, কনস্টেবল মোহাম্মদ আল মামুন, কনস্টেবল মো. রেজাউল করিম।
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, গত সোমবার বিকেলে বিস্ফোরণ মামলার আসামি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। তখন থানা পুলিশ সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা হেলাল খানকে গ্রেপ্তার করে। পরে সামাজিক অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা হেলাল খানের গ্রেপ্তারের সংবাদ শুনে পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতাহাতি হয়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে হেলাল খানকে ছিনিয়ে নেয়। এতে পুলিশ সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জনান, এই ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।