তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে নীতি সংস্কার জরুরি
তামাকজাত দ্রব্যের ব্যবহার কার্যকরভাবে হ্রাস করার জন্য নীতি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এক সম্মেলনে বক্তারা বলেন, ‘সিগারেটের প্লেইন প্যাকেজিং এবং সিগারেটের শলাকায় স্বাস্থ্য সতর্কবার্তা ধূমপানের হার এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য ঝুঁকি কমাতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে।’
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) আয়োজিত আজ বৃহস্পতিবার ঢাকায় সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক গবেষণা ফাইন্ডিংস ডিসেমিনেশন কনফারেন্স ২০২৫-এ তারা এ কথা বলেন।
বিসিসিপি, বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল রিসার্চ নেটওয়ার্ক (বিটিসিআরএন) এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল টোব্যাকো কন্ট্রোল, বাল্টিমোর, ইউএসএ’র সহযোগিতায় ২০১৩ সাল থেকে তামাক নিয়ন্ত্রণ নীতির ওপর গবেষণার জন্য অনুদান প্রদান করে আসছে। ২০২৪ সালে এই কর্মসূচির অধীনে অর্থায়ন করা আটটি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। এর পাশাপাশি, দেশে পরিচালিত বেশ কয়েকটি তামাক নিয়ন্ত্রণ গবেষণার ফলাফল পোস্টার আকারে উপস্থাপন করা হয়।
গ্রীন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) শেখ মোমেনা মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক নুরুল হুদা লেনিন, পরিচালক, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং ডা. সিরাজ সরফ, কনসালটেন্ট-সাউথ এশিয়া, ইনস্টিটিউট ফর গ্লোবাল টোব্যাকো কন্ট্রোল, ইউএসএ। সূচনা বক্তব্য দেন বিসিসিপির পরিচালক ও সিইও মোহাম্মদ শাহজাহান।
প্রথম বৈজ্ঞানিক অধিবেশন পরিচালনা করেন মোহাম্মদ শামিমুল ইসলাম, টিম লিডার, বিসিসিপি তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি। সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ড. সোহেল রেজা চৌধুরী। অধিবেশনে বেশ কয়েকজন প্যানেলিস্ট বক্তব্য দেন আর চারজন গবেষক ফলাফল উপস্থাপন করেন।
দ্বিতীয় বৈজ্ঞানিক অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, সভাপতি, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। অধ্যাপক ডা. শাফিউন নাহিন শিমুল, অধ্যাপক ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয় বক্তব্য দেন এবং চারজন গবেষক ফলাফল উপস্থাপন করেন।
মোহাম্মদ শাহজাহান, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বিসিসিপির পরিচালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আখতারুজ্জামান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার