সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ডিবির হাতে আটক

লালমনিরহাট প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২১
শেয়ার :
সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ডিবির হাতে আটক

লালমনিরহাটে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শ্যামল ও তার সহযোগী কামরুলকে রাজধানী থেকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে লালমনিরহাট ডিবি পুলিশের ওসি সাদ আহমেদের নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ০২ এবং ধানমন্ডি থানাধীন সোবাহানবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ০৫ আগস্টের পর থেকে আবু বকর সিদ্দিক শ্যামল ও তার অন্যতম সহযোগী কামরুল বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে তোলাসহ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছিলেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন-ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ইউটিউব চ্যানেল এবং জুম প্লাটফর্মে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বর্তমান বৈধ সরকারকে উৎখাত করে পলাতক প্রধানমন্ত্রীকে দেশে এনে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকদের সঙ্গে এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপের সঙ্গে অনলাইনে সংযুক্ত হয়ে রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলার ক্ষতিকর কার্য এবং বর্তমান বৈধ সরকারের বিরুদ্ধে ঘৃণাবোধ সৃষ্টি এমনকি জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে ধ্বংসাত্মক কাজ করার জন্য সংশ্লিষ্ট এলাকায় তাদের কর্মী বাহিনীকে সংগঠিত করছেন।  

আবু বক্কর সিদ্দিক শ্যামল (৪০) হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারি ইউনিয়নে এলাকার আতিয়ার রহমানের ছেলে। তিনি লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে হাতিবান্ধা থানা ও আরএমপি কোতোয়ালি থানার একাধিক মামলা রয়েছে। তার সহযোগী কামরুল হাসান (৩০) নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য বলে জানানো হয়। কামরুল লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম আঙ্গরপোতা সরদার পাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

এ ব্যাপারে লালমনিহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ০২ এবং ধানমন্ডি থানাধীন সোবাহানবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃত শ্যামল ও তার সহযোগী গত বছরের ০৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম দ্বারা জনমত গড়ে তোলাসহ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছিলেন। তাদের নামে হাতীবান্ধা ও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।