অপারেশন ডেভিল হান্ট অভিযানে টঙ্গীতে গ্রেপ্তার ১৮

টঙ্গী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৭
শেয়ার :
অপারেশন ডেভিল হান্ট অভিযানে টঙ্গীতে গ্রেপ্তার ১৮

গাজীপুরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ কর্তৃক চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১৮ জনের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সময় তিনি আরও জানান, টঙ্গীর ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে। 

ছিনতাইকারীসহ সকল ধরনের সন্ত্রাসীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।