পর্যটকদের জন্য ‘দরজা খুলছে’ উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২
শেয়ার :
পর্যটকদের জন্য ‘দরজা খুলছে’ উত্তর কোরিয়া

প্রায় পাঁচ বছর পর পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে পর্যটকদের ছোট একটা দল সেখানে ঘুরতে গেছেন। করোনা মহামারির পর থেকে দেশটিতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ছিল। 

মহামারি শুরুর পর উত্তর কোরিয়া দ্রুত পর্যটক নিষিদ্ধ করে, কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দেয় এবং সীমান্ত চলাচল কঠোরভাবে সীমিত করে। তবে ২০২২ সাল থেকে দেশটি ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করে এবং সীমান্ত খুলে দিতে শুরু করে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সফর ইঙ্গিত দিচ্ছে যে, উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটন শিল্প পুনরায় চালু করতে প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে দেশটি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আয় করতে চাইছে। একাধিক নিষেধাজ্ঞা থাকায় বৈদেশিক মুদ্রা সংকটে ভুগছে দেশটি। 

বেইজিংভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান কোরিও ট্যুরস জানিয়েছে, তারা ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর-পূর্ব সীমান্তবর্তী রাসন শহরে ১৩ জন বিদেশি পর্যটকের পাঁচ দিনের সফরের ব্যবস্থা করেছে। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার সাইমন ককরেল বলেন, ২০২০ সালের জানুয়ারি থেকে উত্তর কোরিয়া সব ধরনের আন্তর্জাতিক পর্যটকের জন্য বন্ধ ছিল। আমরা আনন্দিত যে অবশেষে উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলের রাসন এলাকায় একটি সুযোগ পেয়েছি। আমাদের প্রথম ট্যুর শেষ হয়েছে এবং এখন আরও পর্যটক গ্রুপ ও ব্যক্তিগত ভ্রমণের জন্য যাচ্ছেন।