বেগমগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বেগমগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৬
শেয়ার :
বেগমগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির পাঁচ হাজার টাকাসহ একাধিক মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। 

গ্রেপ্তারকৃত আবুল হাসান বাবলু (৪০) বেগমগঞ্জ উপজেলার ৭নং একলাশপুর ইউপির একলাসপুর গ্রামের জমাদার বাড়ীর খালপাড় এলাকার আবুল হাশেমের পুত্র। 

আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। 

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৮টার দিকে মাইজদী টু চৌরাস্তাগামী পাকা সড়ক সংলগ্ন বেগমগঞ্জের মধ্য কর্মকার বাড়ির প্রবেশ পথে ডিবি টিম উপস্থিত হয়ে এসআই(নি.) মোহাম্মদ আক্তার হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে আবুল হাসান বাবলুকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজতে থাকা ৪০০ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ পাঁচ হাজার টাকাও জব্দ করা হয়। 

এদিকে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, গ্রেপ্তারকৃত আবুল হাসান বাবলু একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বাবলুকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।