‘আপনারা বর্তমানে ৬০ কোটি টাকার মালিক’
জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নানা কারণে সমালোচিত হয়েছেন তিনি। বেশকিছু জায়গা থেকে কাজও হারাতে হয়েছে তাকে। সব মিলিয়ে- জয়ের সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। যার প্রমাণ মেলে তার ফেসবুক পোস্টে। তবে জয় থেমে নেই। চলছেন আপন গতিতেই। কাজের ব্যস্ততা না থাকলেও সরব আছেন ফেসবুকে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন- পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৬০ কোটি টাকা) দিলেই মিলবে ‘গোল্ড কার্ড’ অর্থাৎ মার্কিন নাগরিকত্ব। সম্প্রতি দেশটির নাগরিকত্ব দিতেই ধনী অভিবাসীদের এই প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এমন খবর প্রকাশ্যে আসার জয় বাংলাদেশি যেসব তারকারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন, তাদের উদ্দেশে মজার ছলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নিজের একটি ছবি প্রকাশ করে জয় লিখেছেন, ‘আমেরিকার পাসপোর্ট পাওয়া আমাদের সব শিল্পী এবং প্রবাসী ভাইবোনেরা, পাসপোর্ট সূত্রে আপনারা বর্তমানে ৬০ কোটি টাকার মালিক। আপনাদের অভিনন্দন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জয়ের এমন পোস্ট নেটিজেনদের নজরে এসেছে। মন্তব্যের ঘরে কেউ কথা বলেছেন বিষয়টি নিয়ে। আবার অনেকেই মেতেছেন সমালোচনায়। টেনে আনছেন জয়ের অতীত। তবে জয়ও খুব শান্তভাবে উত্তর দিয়ে যাচ্ছেন সেসব কথার।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’