পদোন্নতি পেলেন ১০৪ এএসপি
বাংলাদেশ পুলিশের ১০৪ জনকে সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।এর মধ্যে ১০২ জনকে স্বাভাবিক এবং দুজনকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
আজ বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে ১০২ এএসপির এ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে। এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?