মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন নির্মাতা অঞ্জন
ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। গত সোমবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাবেক সভাপতি, চলচ্চিত্র আন্দোলনকর্মী, সিনেমা নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রাখা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য চলচ্চিত্র নির্মাতা অঞ্জনের মরদেহ জাতীয় জাদুঘরের সামনে রাখা হবে। এরপর আজিমপুর কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হবে। গতকাল বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জনের মরদেহ ঢাকা নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
আজ সকাল সাড়ে ৯টায় নেওয়া হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে, এখানে বাদ যোহর তৃতীয় জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে।
বলা দরকার, জাহিদুর রহিম অঞ্জনের প্রথম সিনেমা ‘মেঘমল্লার’ মুক্তি পায় ২০১৪ সালে। তিনটি শাখায় জাতীয় পুরস্কার পায় সিনেমাটি। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘমল্লার’ ছিল তার প্রথম ফিচার ফিল্ম। এটি ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় তাকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সরকারি অনুদানে সবশেষ তিনি নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। ইতিমধ্যেই সিনেমার পোস্টারও প্রকাশ হয়েছে। গত বছর এটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থা এবং নিজের অসুস্থতার কারণে মুক্তি দিতে পারেননি। খুব শিগগির সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে আগ্রহী ছিলেন।