দিনাজপুরে ১৮ ঘণ্টায় ৬৮ জন গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৩
শেয়ার :
দিনাজপুরে ১৮ ঘণ্টায় ৬৮ জন গ্রেপ্তার

দিনাজপুরে পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে ১৮ ঘণ্টায় ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর পুলিশ সুপারের বিশেষ শাখা এ তথ্য জানায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন আওয়ামী লীগ নেতাকর্মী।

পুলিশ সুপারের বিশেষ শাখার পরিদর্শক একেএম লিয়াকত আলী জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত পুলিশি অভিযান ও ডেভিল হান্ট অভিযানে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নাশকতা চালানোর মামলার আসামি। এই ১৩ জনের সকলেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী। তাদেরকে ডেভিল হান্ট অভিযানের পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। অপর আসামিদের বিরুদ্ধে নাশকতা, মাদক ও আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহমান, জেলার ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলার কাহারোল উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রাজকুমার, জেলার কাহারোল উপজেলার ইউনিয়ন যুবলীগের কার্যকরী সদস্য নিরঞ্জন চন্দ্র রায়, জেলার বোচাগঞ্জ উপজেলার বনগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জোবাইদুর রহমান, জেলার ফুলবাড়ী উপজেলা কাজীহাল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সফিকুল ইসলাম, জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিনুল হক সরদার, জলার পার্বতীপুর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পলাশ, জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল ইসলাম, জেলার পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. শফিকুল ইসলাম, জেলার পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. দুলাল প্রামাণিক, জেলার পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মমিনুল ইসলাম, জেলার পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রিয়াসাদ সরোয়ার জয়।