ডিএমপিকে চিঠি জাতীয় নাগরিক কমিটির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামী শুক্রবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
আজ বুধবার বিকেলে নাগরিক কমিটির সহকারী দপ্তর সেল সম্পাদক আবু সাঈদ লিয়নের সই করা এক চিঠি পাঠানো হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
চিঠিতে বলা হয়, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে। বিষয়টি আপনার জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অবহিত করা হলো।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলামের নাম শোনা যাচ্ছে। নতুন দলে যোগ দিতে গতকাল মঙ্গলবার তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। এ ছাড়া নতুন দলের সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম শোনা যাচ্ছে।