বদরগঞ্জে কৃষকলীগের সাধারন সম্পাদক মান্নান মাষ্টার গ্রেপ্তার
রংপুরের বদরগঞ্জে অপারেশন ডেভিল হান্টে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আ. মান্নান মাষ্টারকে বাড়ি থেকে পুলিশ আটক করেছেন।
গতকাল মঙ্গলবার উপজেলার কালুপাড়া ইউনিয়নের গুটিরডাঙা গ্রামে অপারেশন চালিয়ে বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
জানা যায়, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কালুপাড়া গুটিরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন আ. মান্নান। আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি রাজনৈতিক মামলায় তিনি আদালতে জামিন নিতে গিয়ে আটক হয়েছিলেন। প্রায় এক মাস পর আদালতের মাধ্যমে কারাগার থেকে জামিনে মুক্তি পান। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অপারেশন ডেভিল হান্টে বাড়ি থেকে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আ. মান্নান মাষ্টারকে আবারও আটক করে পুলিশ।
এর আগে গত বুধবার সকালে আটক কৃষক লীগের সাধারণ সম্পাদক আ. মান্নানকে আদালতে সোপর্দ করেন পুলিশ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আইন শৃঙ্খলা ও দেশে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টির করার লক্ষে পরিকল্পনাকারীদের আটকে তৎপর রয়েছে থানা পুলিশ।’