যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬
শেয়ার :
যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মো. ইকবাল হোসেন (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন আরও একজন। 

গতকাল মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। 

আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহত ইকবালের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

এদিকে নিহতের স্ত্রী কুলসুম জানিয়েছেন, একই এলাকার সন্ত্রাসী উজ্জ্বলের সঙ্গে দীর্ঘদিন আগ থেকে বিরোধ চলছিল ছিল ইকবালের । আগে তারা এক সঙ্গেই চলাফেরা করত। উজ্জ্বল চিন্তিত সন্ত্রাসী। সে ছিনতাইসহ অনেক অপকর্মের সঙ্গে জড়িত বিধায় তার সঙ্গে চলাফেরা করত না ইকবাল। উজ্জ্বল দীর্ঘদিন কারাবন্দী থেকে মাত্র কিছুদিন আগেই জামিনে বের হয়েছিল। 

পূর্ব শত্রুতার কারনেই গতকাল মঙ্গলবার রাতে বিবির বাগিচা এলাকায় ইকবালকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে উজ্জ্বল। এ অবস্থা দেখে মো. জাহিদ হাসান রাজু (৩০) নামে ভাঙ্গারী দোকানের কর্মচারী এগিয়ে গেলে তাকেও আহত করা হয়। পরে সংবাদ পেয়ে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ইকবালকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। 

নিহত ইকবাল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণ পাশা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় থাকতেন।