অপারেশন ডেভিল হান্ট /
গজারিয়ায় আটক সাজাপ্রাপ্ত আসামি
অপারেশন ডেভিল হান্টে মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশ হাতে আটক হয়েছেন শাহিনুর (৫০) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি।
গ্রেপ্তারকৃত শাহিনুর উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ।
এর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তেতৈতলা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, শাহিনুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার পলাতক আসামি। গতকাল মঙ্গলবার অভিযান পরিচালনা করে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এই কর্মকর্তা।