রাজীব-মেহজাবীনকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন জয়

বিনোদন প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৪
শেয়ার :
রাজীব-মেহজাবীনকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন জয়

১৩ বছর প্রেমের পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গতকাল সোমবার রাজধানীর মধুমতি মডেল টাউনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। শুরুতে থেকেই প্রেম, বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তারা দুজনই। অবশেষে গতকালই বিষয়টি নিয়ে কথা বলেন মেহজাবীন।

জানান, নির্মাতার সঙ্গে প্রথম পরিচয় ও প্রেমের কথা। সঙ্গে ফেসবুকে প্রকাশ করেন বিয়ের বেশ ক’টি ছবিও।

এরপর থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন রাজীব-মেহজাবীন। শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মীরাও। তারই ধারাবাহিকতায় নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

রাজীব ও মেহজাবীনের একটি ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন। মেহজাবিন এবং আদনান আল রাজীব। ছবির মতোই হোক এই বন্ধন। মেহজাবিনের মত দুর্দান্ত সুন্দরী এবং নাম্বার ওয়ান অভিনেত্রীকে বিয়ে করার সাহস এবং সামর্থ্য আদনান আল রাজীব ছাড়া আর কারই-বা ছিল।’

এদিকে, শুরুতে নিশ্চুপ থাকলেও গতকাল এক ফেসবুকবার্তায় মেহজাবীন বলেন, ‘ভাঙা দাঁত ও সুন্দর হাসিমাখা একটি ছেলে আমার সাথে দেখা করতে আসে। আমি তখন শুটিং হাউসের ছাদে দাঁড়ানো। রাস্তা থেকে আমার দিকে হাত নাড়াচ্ছিল। আমরা ১৫ মিনিটের মতো কথা বলি, হাত মেলাই, এরপর সে চলে যায়। তখনই মনে হচ্ছে আমার হৃদয়ের কোনো টুকরো তার সাথে চলে গেছে। আমি বুঝে যাই-সত্যিই প্রেমে পড়েছে আমি।’

তিনি আরও বলেন, ‘সেই ঘটনার ১৩ বছর পেরিয়ে গেছে। আমরা এখনো আছি। নিজেদের সাফল্য ও ব্যর্থতা একসঙ্গে ভাগাভাগি করছি। বলা হয়ে থাকে যে সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন টিকে যায়। আমরা প্রায় দ্বিগুণ করে ফেলেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমরা সেই বন্ধনকে সিলবদ্ধ করেছি। সারাজীবন হাতে হাত ধরে চলার শপথ নিয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে গ্রহণ করেছি।’

সবার কাছে দোয়া চেয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের নতুন এই যাত্রায় আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনা চাই যেন সামনের দিনগুলো আমরা একসঙ্গে সুখে কাটাতে পারি।’