উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন প্রথম স্ত্রী

বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৪
শেয়ার :
উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন প্রথম স্ত্রী

ভারতের বর্ষীয়াণ সংগীতশিল্পী উদিত নারায়ণ সংগীত জগতে তার কৃতিত্বের জন্য বেশ সুপরিচিত তিনি। তবে, ব্যক্তিগত জীবনেও নানা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। 

সম্প্রতি কনসার্টে এক নারীকে চুম্বন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই গায়ক। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার তার প্রথম স্ত্রী রঞ্জনা ঝা খোরপোশ মামলা করলেন। 

টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা গেছে, রঞ্জনা ঝা মামলায় অভিযোগ করেছেন, তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। 

এই অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের পারিবারিক আদালতে হাজির হন উদিত নারায়ণ। তবে গায়ক নিজেও পাল্টা অভিযোগ এনে দাবি করেছেন, রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। 

তবে, এর আগেও এই একই বিষয়ে মামলা হয়েছিল উদিতের বিরুদ্ধে। বিহারের নারী কমিশনেও গায়কের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল, যা দুই পক্ষের সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। 

এদিকে পূর্বের আদালতের নথি অনুসারে, উদিত নারায়ণ তার প্রথম স্ত্রী রঞ্জনা ঝাকে প্রতি মাসে ১৫ হাজার টাকা খোরপোশ দিতেন, যা ২০২১ সালে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়।

এছাড়া ভারতের এই জনপ্রিয় গায়ক রঞ্জনাকে কৃষি জমি, ১ কোটি টাকার একটি বাড়ি এবং ২৫ লাখ টাকার গয়না দিয়েছিলেন। তবে অভিযোগ রয়েছে যে, রঞ্জনা সেই গয়না বিক্রি করে দিয়েছেন। 

এবার আদালতের বাইরে সংবাদমাধ্যমের কাছে রঞ্জনা ঝা অভিযোগ করেন, তার স্বামী তাকে উপেক্ষা করছেন এবং তার জমি বিক্রির টাকা থেকে ১৮ লাখ টাকা নিজের কাছে রেখে দিয়েছেন। 

এর পাশপাশি গুরুতর অভিযোগ হিসেবে তিনি জানান, মুম্বাই গেলে তার পেছনে দুষ্কৃতিকারী পাঠাতেন উদিত নারায়ণ। 

উল্লেখ্য, নেপালের মেয়ে গায়িকা দীপা গহত্রাজকে ১৯৮৫ সালে বিয়ে করেছিলেন ভারতের গায়ক উদিত নারায়ণ। তাদের ঘরে আদিত্য নারায়ণ নামে এক সন্তানও রয়েছে। তবে এরও আগে অর্থাৎ ১৯৮৪ সালে উদিত বিয়ে করেছিলেন রঞ্জনা ঝাকে।