ইন্দুরকানীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ২

ইন্দুরকানী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৮
শেয়ার :
ইন্দুরকানীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ২

পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত আওয়ামী লীগের দুই জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সাউদখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে থানার এসআই পলাশ সাহা বাদী হয়ে ১৫ নামীয় ও ২০ জন অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

মামালার এজাহার সূত্রে জানা যায়, বিস্ফোরক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। তখন থানা পুলিশ সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা হেলাল খানকে গ্রেপ্তার করে। পরে সামাজিক অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা হেলাল খানের গ্রেপ্তারের সংবাদ শুনে পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতি হয়। এক পর্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে হেলাল খানকে ছিনিয়ে নেন। পরে পুলিশ তাৎক্ষনিক আবার অভিযান চালিয়ে সামাজিক অনুষ্ঠানের আয়োজকের বাড়ি থেকে আওয়ামী লীগের কর্মী আ. ছত্তার নায়েবের ছেলে মজনু নায়েব ও নাঈম নায়েবকে গ্রেপ্তার করে ।

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসাইন জানান, ঘোষেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও বিএনপির মিছিলে হামলার ঘটনায় আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা হেলাল খানের নাম রয়েছে। হেলাল খানকে গ্রেপ্তার করলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আসামি ছিনিয়ে রাখে এবং আমার পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছেন।