দীর্ঘদিন পর বিএনপির কোনো নেতার জানাজা সংসদ ভবন এলাকায়
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের জানাজা আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হবে।
এতে করে দীর্ঘদিন পর বিএনপির কোনো নেতার জানাজা হচ্ছে সংসদ ভবন এলাকায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জানাজায় সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এদিকে বাদ আসর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।