দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সম্পাদক ইফতেখার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭
শেয়ার :
দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সম্পাদক ইফতেখার

ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম হোসেন এমাম এবং সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার বিকেলে প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বহী কমিটি গঠন করা হয়।

নির্বাচনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে পালন করেন দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন ফেনী জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম ও দাগনভূঞা থানার সেকেন্ড অফিসার রোকন উদ্দিন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি এম এম রহমান সোহেল (দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক আমার ফেনী), শহিদুল ইসলাম তোতা (সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্য কথা), সহসাধারণ সম্পাদক নাজমুল হক (সাপ্তাহিক ফেনীর শক্তি) ও মোহাম্মদ হোসেন (সাপ্তাহিক ফেনীর ডাক), কোষাধ্যক্ষ এটিএম আজহারুল হক (দৈনিক ফেনীর সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস (দৈনিক নয়াপয়গাম), আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন (ডেইলি সান), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক ইমাম হোসেন খান (দৈনিক সংবাদ সারাবেলা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. ইয়াসিন সুমন (দৈনিক ইনকিলাব), সিরাজ উদ্দিন দুলাল (দৈনিক ভোরের কাগজ), নুরুল আলম খান (দৈনিক মানবজমিন), আবু তাহের আজাদ (দৈনিক যুগান্তর), মো. ইয়াছিন করিম রনি (নিউ নেশন), মুহাম্মদ মিজানুর রহমান (দৈনিক নয়াদিগন্ত), ইউসুফ হারুনী (দৈনিক সবুজ বাংলা)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির এএসএম নুর নবী দুলাল, জেলা বিএনপি সদস্য মো. রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নজির আহম্মদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন টিংকু, জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, দৈনিক দুর্বার সম্পাদক শেখ ফরিদ আত্তার, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো প্রমুখ।